আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

বিদ্যালয়ের পরিচিত।
নাম আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়।
গ্রাম: টুমচর
ডাকঘর : চন্দ্রমোহন
উপজেলা : বরিশাল সদর
জেলা : বরিশাল। 
জন্ম ইতিহাস :এলাকার অধিকাংশ মানুষ পেশায় জেলে ও ভুমিহীন। কাছাকাছি কোন স্কুল ছিলনা।আর্থিক অনটনের কারনে এলাকার বাসিন্দারা তাদের সন্তানের লেখাপড়ার খরচ চালাতে অক্ষম। জনগণের স্বত:স্ফূর্তিতে  দানশীল মরহুম আলহাজ্ব আবদুল মজিদ খান  ও তার ছেলেদের নিজস্ব অর্থায়নে ১৯৯৪ সনে স্কুল প্রতিষ্টা করেন।স্কুলের নামকরন করা হয় "আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়।"

Recent Notifications